Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সিটিজেন চার্টার

একটি বাড়ি একটি খামার প্রকল্পের মূল লক্ষ্য প্রতিটি পরিবারের মানব ও স্থানীয় সম্পদের সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধিসহ আয়বৃদ্ধি ও টেকসই উন্নয়ন নিশ্চিত করা।

 

১.         পল্লী অঞ্চলের দরিদ্র জনগোষ্টি বাছাই করে ১ লক্ষ গ্রাম উন্নয়ন সমিতি গঠনের মাধ্যমে ২০২০ সালের মধ্যে ৬০ লক্ষ দরিদ্র পরিবারকে একটি বাড়ি একটি খামার প্রকল্পের আওতায় আনা।

 

২.         দরিদ্র সদস্যদের নিজস¦ সঞ্চয়ের বিপরীতে প্রকল্প হতে কল্যাণ অনুদান এবং গ্রাম উন্নয়ন সমিতিকে তহবিল প্রদানের মাধ্যমে নিজস¦ পুজিঁ গঠনে সহায়তা প্রদান করা।

 

৩.        প্রতি গ্রাম উন্নয়ন  সংগঠন হতে ৫ জন সদস্যকে বিভিন্ন কৃষিজ ট্রেডে আয়বর্ধকমূলক প্রশিক্ষন প্রদান করা।

 

৪.         সমিতি সদস্যদের উদ্বুদ্ধকরণ ও পেশাভিত্তিক প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ মানব সম্পদ তৈরি এবং প্রতি সমিতির ৫ জন করে সফল সদস্যকে ক্ষুদ্র উদ্যোক্তা ঋণ প্রদানের লক্ষ্যে জাতীয় পর্যায়ে বিভিন্ন প্রশিক্ষন কেন্দ্রের মাধ্যমে উচ্চতর পেশাগত প্রশিক্ষন প্রদান।

 

৫.         উঠান বৈঠকের মাধ্যমে গ্রাম উন্নয়ন সমিতির স্থায়ী তহবিল আয়বর্ধক কাজে বিনিয়োগ ও ব্যবস্থাপনা সক্ষম করে গড়ে তোলা অর্থাৎ নিজেদের সিদ্ধান্ত নিজেরা গ্রহণ।

 

৬.        সকল আর্থিক লেনদেন অনলাইন ব্যাংকিং এর মাধ্যমে সম্পন্ন করা এবং পর্যায়ক্রমে এ সেবা সদস্যদের দোরগোড়ায় নিয়ে যাওয়া।

 

৭.        গ্রাম উন্নয়ন সমিতির তহবিল আয়বর্ধক কাজে বিনিয়োগ করে ক্ষুদ্র ক্ষুদ্র কৃষিজ খামার স্থাপনের মধ্য দিয়ে গ্রামের প্রতিটি বাড়িকে পর্যায়ক্রমে ঊৎপাদনশীল খামারে পরিণত করা।

 

৮.        আত্ম-কর্মসংস্থানে পুরুষের পাশাপাশি অধিক সংখ্যক নারীর অংশগ্রহনে দারিদ্র দুরীকরণ ও নারীর ক্ষমতায়নের মাধ্যমে টেকসই উন্নয়ন নিশ্চিত করা।